কুকিজ
কুকিজ

Dialogue Earth Cookie Policy

আমাদের কুকিজ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিটরদের অনলাইন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করা, আমাদের ওয়েবসাইটটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটি আরো ভালোভাবে বুঝার চেষ্টা করা, এবং পাশাপাশি আমাদের প্রকাশিত নিবন্ধগুলো কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে সে বিষয়টি নিরীক্ষণ করা।

কুকিজ আসলে কী?

কুকিজ হচ্ছে ছোট ছোট টেক্সট ফাইল যা আপনার কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে থাকে। আপনি যখন আপনার কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস দ্বারা কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকেন, তখন সেই ওয়েবসাইট থেকেই এই কুকিজ বা টেক্সট ফাইলগুলো আপনার কম্পিউটার বা ডিভাইসে ডাউনলোড হয়ে যায়। ওয়েবসাইটের কার্যকারিতা বৃদ্ধি করতে কুকিজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। একই সাথে এই কুকিজের মাধ্যমে ওয়েবসাইট ভিজিটরদের ডেটা বা তথ্য সংগ্রহের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। একটি কুকিতে সাধারণত একটি ইউনিক সংখ্যা থাকে। যখন কোনো একজন কম্পিউটার ব্যবহারকারী ইতিপূর্বে তার ভিজিট করা কোনো একটি ওয়েবসাইটে পুনরায় প্রবেশ করে তখন পূর্বে ব্যবহৃত সেই কম্পিউটারটি সণাক্ত করার ক্ষেত্রে এই ইউনিক সংখ্যাটি ব্যবহার করা যেতে পারে।

How does Dialogue Earth use cookies?

আমাদের কুকিজ ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিটরদের অনলাইন অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করা, আমাদের ওয়েবসাইটটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটি আরো ভালোভাবে বুঝার চেষ্টা করা এবং পাশাপাশি আমাদের প্রকাশিত নিবন্ধগুলো কেমন প্রতিক্রিয়া সৃাষ্ট করতে পারছে সে বিষয়টি নিরীক্ষণ করা। এটি কিভাবে ব্যবহৃত হতে পারে তার একটি উদাহরণ হচ্ছে: কুকিজের মাধ্যমে আমরা জানতে পারি যে একজন ব্যক্তি এই মূহুর্তে আমাদের ওয়েবসাইটটিতে প্রথমবারের মতো প্রবেশ করেলেন, নাকি এর আগেই তিনি আমাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করেছিলেন।

আমরা যেসব কুকিজ ব্যবহার করে থাকি একং কেন এই কুকিজগুেলাই ব্যবহার করি?

Cloudflare

  • Cloudflare হচ্ছে এমন একটি পরিষেবা যেটি ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবাসমূহের কার্যক্ষমতা ও নিরাপত্তা জোরদারের উদ্দেশে ব্যবহৃত হয়।
  • https://www.cloudflare.com/privacypolicy/ https://www.cloudflare.com/website-terms/
  • _cfduid – একজন ব্যবহারকারী যে আইপি ঠিকানা ব্যবহার করে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশের সময় The Cloudflare কুকি ব্যবহার করার মাধ্যমে ওই আইপি ঠিকানার উপরে ভিত্তি করে তৈরিকৃত নিরাপত্তা বিধিনিষেধগুলো পাশ কাটিয়ে যেতে পারেন। যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ইউজার আইডির সাথে এর কোনো সম্পর্ক নেই। এমনকি এই কুকির মাধ্যমে কোনো ব্যবহারীকে ব্যক্তিগতভাবে চিহ্নিত রার মতো কোনো তথ্য সংরক্ষণ করা যায় না।

গুগল এনালিটিকস

  • গুগল এনালিটিকস কুকিজের মাধ্যমে একজন ব্যবহারকারী আমাদের ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করছে সে সম্পর্কে ব্যবহারীরর পরিচয় গোপন রেখে তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।
  • https://policies.google.com/privacy  https://policies.google.com/terms
  • _gat – এই কুকিটি গুগল ইউনিভার্সাল এনালিটিকস দ্বারা ইন্সটল করা হয়েছে। এর মাধ্যমে যে সব সাইটে ব্যপকহারে ভিজিটর (ট্রাফিক) প্রবেশ করে সেই সব সাইটে ডেটা সংগ্রহের লক্ষ্যে করা অনুরোধের পরিমান নিয়ন্ত্রণ রাখা যায়।
  • _gid – গুগল এনালিটিকস কুকিজের মাধ্যমে একজন ব্যবহারকারী আমাদের ওয়েবসাইটটি কীভাবে ব্যবহার করছে সে সম্পর্কে ব্যবহারীরর পরিচয় গোপন রেখে তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।
  • Collect – ভিজিটরের ব্যবহৃত ডিভাইস এবং আচরণ সম্পর্কিত তথ্য গুগল এনালিটিকসে পাঠাতে এটি ব্যবহৃত হয়। এটি একজন ভিজিটরের ডিভাইসসমূহ এবং সংশ্লিষ্ট বিপণন চ্যানেলগুলো অনুসরণ করে থাকে।
  • _ga – এই কুকিটি গুগল এনালিটিকস দ্বারা ইন্সটল করা হয়েছে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট সাইটে ভিজিটরের সংখ্যা, সেশন, সব ধরনের ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য এবং সাইটটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে সে সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ করা হয়। এই তথ্যসমূহ সাইট সম্পর্কিত বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এই কুকিটি গোপনীয়তা রক্ষা করে (বেনামে) সব ধরনের তথ্য সংগ্রহ করে থাকে এবং একটি অনির্ধারিত সংখ্যা বরাদ্দের মাধ্যমে প্রতিটি ভিজিটরকে সণাক্ত করে থাকে।

Dialogue Earth

  • Dialogue Earth is an independent organisation dedicated to promoting a common understanding of China’s urgent environmental challenges. 
  • https://www.chinadialogue.net/en/privacy https://www.chinadialogue.net/en/cookies
  • _chinadialogue_session – সঠিক ফর্মগুলো প্রদর্শনের লক্ষ্যে এই কুকিটি ব্যবহার করা হয়।

গুগল ইঙ্ক

  • গুগল মূলত গুগল বিজ্ঞাপন, ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০ এবং গুগল এড ম্যানেজার পরিচালনা করে থাকে। এই সার্ভিসের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাদের বিপণন কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন ও বিশ্লেষণের কাজগুলো আরো সহজ ও দক্ষতার সাথে পরিচালনা করতে পারে যাতে বিজ্ঞাপনদাতা বা প্রকাশকরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের বিনিয়োগ থেকে সর্বোচ্চ মূনাফা ঘরে তুলতে সক্ষম হয়। উল্লেখ্য যে, আপনি হয়ত দেখবেন বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে গুগল আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কুকিজ স্থাপন করেছে। এমনকি Google.com অথবা DoubleClick.net পরিচালিত ডোমেইনগুলোতে আপনি আপনার পছন্দমতো কুকি নির্বাচন করতে পারবেন।
  • https://policies.google.com/privacy?hl=en-GB
  • ads/ga-audiences – এটি গুগল অ্যাডওয়ার্ডস দ্বারা ব্যবহৃত হয়। এর মাধ্যমে ওয়েবসাইটগুলিতে ভিজিটরদের অনলাইন আচরণের ধরণ বিশ্লেষণ করে যেসব ভিজিটর গ্রাহকে পরিণত করা যেতে পারে বলে মনে করা হয় তাদের নতুন করে অনলাইন কর্মকাণ্ডে উৎসাহিত করা হয়।

টুইটার

  • টুইটার হচ্ছে এমন একটি রিয়েল টাইম তথ্য অন্তর্জাল যেটি আপনি যে ধরনের বিষয় নিয়ে আগ্রহী যে বিষয় সম্পর্কিত সর্বশেষ গল্প, সংবাদ, ধারণা, মতামত এবং সংবাদের সাথে আপনাকে যুক্ত করে থাকে। আপনি এমন একাউন্টগুলো খুঁজে বের করুন যেগুলো আপনার কাছে আকর্ষণীয় এবং কেবল তাদের আলাপচারীতা অনুসরণ করতে থাকুন।
  • https://twitter.com/en/privacy
  • __atssc – এই কুকিটি টুইটার সংহতকরণে ব্যবহৃত হয়।
  • local_storage_support_test – এই কুকিটি ব্রাউজারের স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলীর (ফাংশনের) সাথে সম্পর্কিত। এই ফাংশনটি কিছু কিছু প্রক্রিয়া প্রাক-লোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটটিকে দ্রুত লোড করতে সহায়তা করে।
  • __widgetsettings

ফেসবুক

  • ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে এর ব্যবহারকারী তার পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত হতে পারে, পাশাপাশি নতুন সংযোগ তৈরি করতে পারেন।
  • https://en-gb.facebook.com/policy.php

লিংক্ডইন

  • LinkedIn একটি ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক একটি সামাজিক যোগাযোগ পরিষেবা যেটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়।
  • https://www.linkedin.com/legal/privacy-policy
Get the Dialogue Earth stories that matter to you, straight to your inbox Newsletters