সোরায়া ২০২৪ সালে এশিয়া–প্যাসিফিক সম্পাদক হিসাবে ডায়ালগ আর্থের লন্ডন কার্যালয়ে যোগ দেন। একজন অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তিনি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং ইউরোপে কাজ করেন। সোরায়া লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় এমএ করেন এবং রাজনৈতিক প্রতিবেদক হিসেবে যুক্তরাজ্যের টাইমস, ব্রিটিশ নিউজওয়্যার এবং পিএ মিডিয়ার সাথে যুক্ত ছিলেন। ১৫ বছরের বেশি রিপোর্টিংয়ে অভিজ্ঞ সোরায়া পরিবেশ, ভূ–রাজনীতি এবং মানবাধিকার বিষয়ে প্রচুর প্রতিবেদন লিখেছেন। তার লেখাগুলো টাইম, দ্য গার্ডিয়ান, মুঙ্গাবে, ধ্য ডিপ্লোম্যাট, এবং ডেইলি বিস্টসহ বিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়। তিনি ইউএন উইমেনসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথেও কাজ করেন। সোরায়া পাঁচটি ভাষায় সাবলীল।