ঝাউ জি কেমব্রিজ ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটি লিডারশিপ (CISL)-এর জন্য চীন–ইউকে সেন্টার ফর সাসটেইনেবিলিটি ইনোভেশনের নেতৃত্ব দিচ্ছেন। CISL-এ যোগদানের আগে, জি এলেন ম্যাকার্থার ফাউন্ডেশনের চায়না প্রোগ্রামের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরে তিনি লন্ডন, নিউ ইয়র্ক এবং সাংহাইতে গ্লোবাল হায়ার এডুকেশন ডেমোনস্ট্রেশন প্রকল্পের নেতৃত্ব দেন। এক দশকেরও বেশি সময় ধরে আন্তঃসাংস্কৃতিক পরিবেশে কাজ করা জাতিগত সংখ্যালঘু হিসাবে তিনি কর্মক্ষেত্রে বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আগ্রহী। তিনি ইউনিভার্সিটি অব কেমব্রিজের ভাইস–চ্যান্সেলরের সামাজিক প্রভাব পুরস্কার (২০২২) এর জন্য মনোনীত হয়েছিলেন।