ফার্মিন কুপ ডায়ালগ আর্থের ল্যাটিন আমেরিকা ব্যবস্থাপনা সম্পাদক। তিনি আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে বসবাস করেন। তিনি সম্পাদকীয় ভূমিকা গ্রহন করার আগে ২০১৪ সাল থেকে একজন ফ্রিল্যান্সার হিসাবে আমাদের সাখে কাজ করে্ আসছিলেন। তিনি আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (EJN) এর একজন প্রশিক্ষক এবং পরামর্শদাতা এবং আর্জেন্টিনা ইউনিভার্সিটি অব এন্টারপ্রাইজের (UADE) একজন শিক্ষক। তিনি রিডিং ইউনিভার্সিটি থেকে পরিবেশ ও উন্নয়নে এমএসসি, ল্যাটিন আমেরিকান ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেস (FLACSO) থেকে আইন ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব সালভাদর (USAL) থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বুয়েনস আয়ার্স হেরাল্ড, নেচার এবং সাইডেভের মতো সংবাদ সংস্থার জন্য কাজ করার পাশাপাশি জাতিসংঘ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জন্য পরামর্শমূলক কাজ করেন। তিনি স্প্যানিশ এবং ইংরেজিতে অনর্গল কথা বলেন। ডায়ালগ আর্থ-এ তার বেশিরভাগ কাজ নিবন্ধ লেখা, কমিশনিং এবং সম্পাদনা, সম্পাদকীয় পরিকল্পনা এবং বিশেষ প্রকল্পগুলোর সাথে যুক্ত থাকা।