ফ্লাভিয়া মিলহোরেন্স ডায়ালগ আর্থের ব্রাজিল সম্পাদক, তিনি ২০২১ সালে যোগদান করেন। তিনি রিও ডি জেনিরোতে বাস করেন। তিনি এর আগে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, টাইম, ন্যাশনাল জিওগ্রাফিকসহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন আউটলেটের জন্য ব্রাজিলীয় বিষয়গ নিয়ে ব্যাপকভাবে কাজ করেছেন। ফ্লাভিয়া ডেনমার্কের আরহাস ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে ফিনান্সিয়াল সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, পাশাপাশি ব্রাজিলের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফি এবং সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন। পরিবেশ সাংবাদিকতায় তার যাত্রা শুরু হয় ২০১২ সালে রিও ডি জেনিরোতে, টেকসই উন্নয়নের উপর রিও+২০ জাতিসংঘের সম্মেলন কাভার করার মধ্য দিয়ে। তার বর্তমান আগ্রহের জায়গাগুলো হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে ল্যাটিন আমেরিকান সম্প্রদায়ের সাথে এদের সম্পর্ক। তিনি পর্তুগিজ, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় দক্ষ।